সোমবার ০৬ মে ২০২৪
Online Edition

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই আবাহনী ট্রফি পাচ্ছে আজ 

স্পোর্টস রিপোর্টার: জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নবম আসরের শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। রানার্সআপ হয়েছে চট্টগ্রাম আবাহনী। লিগের এক ম্যাচ বাকী থাকতেই চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণ হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ এখনশষের অপেক্ষায়। একটাই দেখার-কোন দল নেমে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। এছাড়া আরকোনো আকর্ষণই বাকি নেই প্রিমিয়ার লিগের নবম আসরে। এক ম্যাচ হাতে রেখে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। চট্টগ্রাম আবাহনী প্রথমবারের মতো রানার্সআপ হয়েছে। শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে দুই আবাহনীকে ট্রফি প্রদান করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শুক্রবার ম্যাচ আছে দুই আবাহনীরই। প্রথম ম্যাচে ঢাকা আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর অধিনায়কের হাতে ট্রফি তুলে দেয়া হবে। শেষ ম্যাচের আগে আবাহনীর সংগ্রহ ৪৯ পয়েন্ট, চট্টগ্রাম আবাহনীর ৪৪। ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না দুই দলের অবস্থানে। শেষ করা ২১ ম্যাচের মধ্যে আবাহনী জিতেছে ১৪টি, ড্র করেছে ৭টি। আবাহনীই এবারের লিগের একমাত্র দল যারা কোনো ম্যাচ হারেনি। শেষ ম্যাচ ড্র করলেই তারা ধরে রাখতে পারবে অপরাজিত থাকার গৌরব। চট্টগ্রাম আবাহনী ২১ ম্যাচে জিতেছে ১৩টি, ড্র করেছে ৫টি এবং হেরেছে ৩টি।

অনলাইন আপডেট

আর্কাইভ