শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেসির জোড়া গোলে বার্সার সহজ জয়

স্পোর্টস ডেস্ক : নিজেকে আবারও ছাড়িয়ে গেলেন মেসি। একই সঙ্গে রাদামেল ফ্যালকাকে আরো পেছনে ফেলেছেন। গত রোববার রাতে এ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জোড়া গোল করার মাধ্যমে একদিক দিয়ে পূরণ করলেন ৯০ গোলের মাইলফলক, আরেকদিকে এ্যাথলেটিকোর সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধানে লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। ফ্যালাকাওয়ের কৃতিত্বে চলতি মওসুমে ভালোই চমক দেখাচ্ছিল এ্যাথলেটিকো। মওসুমের দ্বিতীয় শীর্ষ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রতিদ্বনিদ্বতা করছিলেন তিনি। খেলার প্রথমার্ধে ৩১ মিনিটে ফ্যালকাও এ্যাথলেটিকোকে এগিয়ে নিলেও আদ্রিয়ানো ও সার্জিও বুস্কেটসের গোলে বিরতির আগেই খেলায় ফেরে বার্সা। ২০১২ সালের মতো একটি সাফল্যময় বছরে শেষ পালক জুড়তে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৫৭ মিনিটে এ্যাথলেটিকোর ডিফেন্ডার হুয়ানফ্রানকে কাটিয়ে ১৮ গজ দূর থেকে বল জালে জড়ান। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি করার মাধ্যমে নিজের ৯০তম গোলের মাইলফলক পূরণ করেন। এর ফলে চলতি মওসুমে খেলার শেষ চার মিনিটে মেসির গোলের সংখ্যা হলো ৩৪। ৪-১ গোলের দুর্দান্ত এ জয়ে টিটো ভিলানোভার বাহিনী দ্বিতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে আরও তিন পয়েন্ট এগিয়ে গেল। এছাড়া লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো টানা ১৬ ম্যাচে জয়ী থাকার রেকর্ড করল বার্সা। রোববার অপর ম্যাচে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করেছে এসপানিওলের সঙ্গে। বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা, ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাথলেটিকো মাদ্রিদ ও ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়েল মাদ্রিদ।

 

অনলাইন আপডেট

আর্কাইভ