বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৩২৮ রান

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জয়ের জন্য শেষ দিনে ৩২৮ রান দরকার সফরকারী শ্রীলঙ্কার। হাতে আছে ৮ উইকেট। জয়ের জন্য ৩৯৩ রানের জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৬৫ রান করেছে মাহেলা জয়াবর্ধনের দল। এর আগে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অসিদের ৫ উইকেটে ৪৫০ রানের জবাবে ৩৩৬ রানে অলআউট হয় লঙ্কানরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৭ রান করেছিল অস্ট্রেলিয়া। ফলে ১৪১ রানে এগিয়ে থাকে অসিরা। আর তৃতীয় দিনে শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথের স্পিন জাদুতে পড়ে ২৭৮ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৩৯৩ রান। দ্বিতীয় ইনিংসে অসিদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ৫৭ ও এড কাওয়ান ৫৬ রান করেন। শ্রীলঙ্কার হেরাথ ৯৬ রানে ৫ উইকেট নেন। এরপর জয়ের জন্য ৩৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। বাঁহাতি করুনারত্নে ৩০ ও দিলশান ১১ রানে ফিরেন। আর দিনের শেষভাগে কোন বিপদ ছাড়াই দিন শেষ করেন কুমার সাঙ্গাকারা ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সাঙ্গাকারা ১৮ ও জয়াবর্ধনে ৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন।

স্কোর কার্ড : অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৫০/৫, ১৩১ ওভার (মাইক হাসি ১১৫, ফিলিপ হিউজ ৮৬, ওয়েলেগেদেরা ৩/১৩০)। দ্বিতীয় ইনিংস : ২৭৮/১০ (ওয়ার্নার ৬৮, কাওয়ান ৫৬, ক্লার্ক ৫৭, হেরাথ ৯৬/৫, ওলেগেরা ৮৯/৩। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩৩৬/১০ (তিলকারত্নে দিলশান ১৪৭, ম্যাথুস ৭৫, সিডল ৫/৫৪। দ্বিতীয় ইনিংস :  ৬৫/২।

 

অনলাইন আপডেট

আর্কাইভ