শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাক আর্মিদের জিপ গাড়িতে আমি মুজাহিদ সাহেবকেই দেখেছিলাম এটা কনফার্ম নয়

কাদের মোল্লার মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু

শাহেদ মতিউর রহমান : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল  সোমবার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের নবম সাক্ষী  ফরিদপুরের  এ কে এম হাবিবুল হক মনুকে জেরা করেছেন ডিফেন্স পক্ষের আইনজীবী। তবে গতকাল জেরাতে এই সাক্ষী বলেছেন, আমাদের বাড়ি থেকে একশ' গজ দূরে রাস্তার ওপরে দাঁড়ানো পাক আর্মিদের জিপ গাড়িতে মুজাহিদ সাহেবকেই আমি দেখেছিলাম এটা কনফার্ম নয়। কারণ এটা খুবই কম সময় ছিল যখন আমি আমাদের দোতলা বাড়ি থেকে নিচে নেমে এসে দৌড়ে বাড়ির পিছনের দিক দিয়ে পালিয়ে গিয়েছিলাম। এছাড়া এই সময়টা সম্ভবত এক সেকেন্ডেরও কম হবে যখন আমি রাজাকার জাহাঙ্গীরকে আমাদের বারান্দায় দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। আগামী ২৬ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে অবশ্য এই সাক্ষীই ট্রাইব্যুনালে দেয়া তার জবানবন্দিতে মুজাহিদের বিরুদ্ধে সামান্যতম কোনো অভিযোগতো দূরের কথা পুরো যুদ্ধকালে তিনি মুজাহিদকেই দেখেননি বলে সাক্ষ্য দিয়েছিলেন। জবানবন্দিতে তিনি শুধু বলেছেন আমার মনে হয় একটি জিপ গাড়িতে আমি মুজাহিদকে হয়তো এক ঝলক দেখেছিলাম। তবে মুজাহিদ সাহেবকে দেখার বিষয়টি তিনি তার জবানবন্দিতে  নিশ্চিত করেও  বলতে পারেননি।

গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে অপর দু'সদস্য মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলাম সাক্ষীর  জেরা রেকর্ড করেন। ট্রাইব্যুনালে ডিফেন্স পক্ষের সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ মিজানুর রহমান সাক্ষীকে জেরা করেন। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এডভোকেট নজরুল ইসলাম, ব্যারিস্টার মুন্সী আহসান কবির, এডভোকেট শাহজাহান, এডভোকেট গাজী এইচ এম তামিম প্রমুখ। এদিকে গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু করেছেন এডভোকেট মোঃ আলী। আজও প্রসিকিউশনের যুক্তিতর্ক চলবে।

সাক্ষীর গতকালের জেরার উল্লেখযোগ্য অংশ :

প্রশ্ন : আপনার বাড়ি কোনমুখী?

উত্তর : দক্ষিণমুখী বাড়ি আমার।

প্রশ্ন : বাড়ি থেকে রাস্তা কত দূরে?

উত্তর : একশ গজ দক্ষিণে রাস্তা।

প্রশ্ন : বাড়ির সামনে সীমানা প্রাচীর কতটুকু উচ্চতা ছিল?

উত্তর : ৫ ফুট হবে। গেট ১০ ফুট চওড়া ছিল।

প্রশ্ন : আপনি এসএসসি কোথা থেকে পাস করেছেন?

উত্তর : কুষ্টিয়ার খোকসার জানিপুর স্কুল থেকে এসএসসি পাস করেছি।

প্রশ্ন : ফরিদপুরে আপনার স্কুলে ননীবাবু নামে কোন শিক্ষক ছিল না।

উত্তর : হ্যাঁ, সঠিক।

প্রশ্ন : আপনার স্কুল জীবন ফরিদপুরের বাইরেই কেটেছে?

উত্তর : হ্যাঁ, সঠিক।

প্রশ্ন : মুজাহিদ সাহেবের বাবা মাওলানা আব্দুল আলী সাহেবের বাড়ি কখনো যাননি।

উত্তর : না। যাইনি।

প্রশ্ন : আব্দুল আলী সাহেবের ছেলেদের সাথে কোন পরিচয় নেই।

উত্তর : না।

প্রশ্ন : জাহাঙ্গীরের সাথে কোন পরিচয় ছিল কি?

উত্তর : হ্যাঁ ছিল।

প্রশ্ন : জাহাঙ্গীর আপনাকে ধরতে কতদূর এসেছিল?

উত্তর : বাড়ির বারান্দা পর্যন্ত। সে একাই ছিল।

প্রশ্ন : আপনি কোন দিকে দৌড় দিয়েছেন?

উত্তর : ঘরের পিছনের দিকে দৌড় দিয়েছিলাম। জাহাঙ্গীর তখন পাকসেনাদের বলতে থাকে ধর, ধর।

প্রশ্ন : আপনি কোন পানিতে ঝাঁপ দিয়েছেন।

উত্তর : এটা পুকুর বা খাল ছিল না। বন্যার পানিতে নিচু এলাকা ভরা ছিল।

প্রশ্ন : মুক্তিযোদ্ধার সনদ আছে কি?

উত্তর : না। আমি কোন আবেদন করি নাই।

প্রশ্ন : আপনার বর্ণিত এই ঘটনা কোন পুস্তকে লিপিবদ্ধ হয়েছিল কি?

উত্তর : না।

প্রশ্ন : রাজাকার জাহাঙ্গীরের পোশাক কি ছিল?

উত্তর : সে সাধারণ পোশাকেই ছিল। তার সাথে অস্ত্র ছিল না।

প্রশ্ন : ঐ দিন কি জানতেন জাহাঙ্গীর রাজাকার ছিল?

উত্তর : হ্যাঁ, জানতাম।

প্রশ্ন : কোন দরজা দিয়ে পালালেন?

উত্তর : বিল্ডিং এর ভেতর দিয়েই পিছনের দিকে দরজা আছে। সেখান দিয়েই পালালাম।

প্রশ্ন : ঘটনার দিন বাসায় কে কে ছিলেন?

উত্তর : বাবা মা ভাই বোন ছিল।

প্রশ্ন : আপনাকে ধরে নিতে পারে এমন আশঙ্কা ছিল কি?

উত্তর : আমার আশঙ্কা ছিল কারণ রাস্তায় আর্মিদের গাড়ি দাঁড়ানো ছিল।

প্রশ্ন : কোথায় দাঁড়িয়ে জাহাঙ্গীর আপনাকে ডাক দেয়?

উত্তর : বাউন্ডারী গেটের কাছে থেকেই জাহাঙ্গীর আমাকে ডাক দেয়।

প্রশ্ন : পাকসেনাদের জীপ গাড়ির রং কি ছিল?

উত্তর : জলপাই কালার।

প্রশ্ন : জীপ গাড়িটি পশ্চিম দিকে মুখ করা ছিল তাই ড্রাইভার ব্যতিত অন্য কাউকে দেখতে পাওয়ার কথা নয়।

উত্তর : সঠিক নয়।

প্রশ্ন : তদন্ত কর্মকর্তার কাছে কোথায় বসে জবানবন্দি দিয়েছেন?

উত্তর : ঢাকায় আমার বাসায় বসে।

প্রশ্ন : মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাওয়ার আশায় আপনি শেখানো মতে এই সাক্ষ্য দিলেন।

উত্তর : সত্য নয়।

প্রশ্ন : মুজাহিদকে এক ঝলক দেখার কথাটি সত্য নয়।

উত্তর : আমি কনফার্ম না।  কারণ এক সেকেন্ড সময়ও হবে না আমি সেখানে ছিলাম। আমি দৌড়ে পালিয়ে যাই।

অনলাইন আপডেট

আর্কাইভ