ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ইরাক সীমান্তের বাফার জোনের পরিসীমা বাড়াল সৌদি আরব

সৌদি আরব ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তে স্থাপিত বাফার জোনের পরিসীমা বাড়িয়েছে। এই বাফার জোন সৌদি আরব স্থাপন করেছিল এবং এর পরিসীমা বাড়িয়ে বর্তমানে ২০ কিলোমিটার করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত রক্ষীর মুখপাত্র মোহাম্মাদ আল ফাহিমির বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

অবশ্য, আগে এ বাফার জোনের পরিসীমা কি ছিল সে বিষয়ে কোনো তথ্য দেন নি মোহাম্মাদ আল ফাহিমি । এ ছাড়া, বাফার জোন থেকে দূরে থাকার জন্য নিজ নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়েছে সৌদি আরব।

প্রতিবেশি ইরাক সীমান্তে কয়েক স্তরের কাঁটাতারের বেড়া, রাডারসহ নজরদারি স্থাপনা বসানো হয়েছে বলে সেপ্টেম্বরে ঘোষণা করে সৌদি আরব। ইরাকের সঙ্গে সৌদি আরবের ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। অস্ত্র, মাদক এবং অপরাধীদের সৌদি আরবে প্রবেশ ঠেকানোর জন্য এ সীমান্তে বাফার জোন গঠন করা হয়েছে বলে সৌদি আরব দাবি করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ