বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

পাইকগাছায় বন্দোবস্তের নামে কপোতাক্ষ নদের খাস জমি দখলের প্রতিযোগিতা

খুলনা অফিস: পাইকগাছার আগড়ঘাটার কপোতাক্ষ নদের চরভরাটি সরকারি জমি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। একসনা বন্দোবস্তের নাম করে গত কয়েকদিন ধরে আগড়ঘাটার শিলেমানপুর মৌজার চরের বিলের উত্তরাংশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে প্রভাবশালীদের ছত্র ছায়ায় এ দখল উৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। বহুল আলোচিত কপোতাক্ষ নদের চরভরাটি জায়গা বছরের পর বছর ধরে দখল করছে ভূমি দস্যুরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলেমানপুরের বাকের মোল্লা, মুজিবর সানা, নূর ইসলাম ওরফে খোকন সানা, আকবর সরদার সহ আরও অনেকে বাঁধ দিয়ে জমি দখল করে নিচ্ছে। দখলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাকের মোল্লা ও আকবার সরদার জানান, তারা সরকারের কাছ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে বাঁধ দিচ্ছে। ইতিপূর্বে চরভরাটিয়া জমি দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা মামলার ঘটনা ঘটেছে। অনেকে আবার স্থায়ী বা একসনা বন্দোবস্ত নিয়ে জেগে ওঠা চরভরাটি’র নিত্য নতুন জায়গা দখল করে নিচ্ছে। সরকারি জমি দখলের অভিযোগে সরকারের নীতি নির্ধারকরা বহু বন্দোবস্ত দলিল বাতিল করে দিয়েছেন বলে জানা গেছে। একদিকে কপোতাক্ষ নদ খননের জন্য কোটি কোটি টাকার প্রকল্পের কাজ জমি দখলের কারণে ভবিষ্যতে ব্যাহত হতে পারে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন। দখল বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান, যারা এ দখলের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ