শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নীলফামারীর ৭৪ মুক্তিযোদ্ধার নাম সর্বশেষ গেজেট হতে বাদ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রকাশিত সর্বশেষ গেজেটে নীলফামারী জেলার ৭৪ জন মুক্তিযোদ্ধার নাম বাদ দেয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বিষয়ে গঠিত জাতীয় পর্যায়ের একটি কমিটি ওই মুক্তিযোদ্ধাদের নাম কর্তন করেছে। নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, জেলায় গেজেটভুক্ত ৮১০ জন মুক্তিযোদ্ধা রয়েছে। এসব মুক্তিযোদ্ধার নাম বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হয়। সম্প্রতি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা শনাক্ত করতে নামের তালিকা সংশোধনের উদ্যোগ নেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। এরই সূত্র ধরে জাতীয় পর্যায়ে গঠিত হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ কাউন্সিল মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা সংশোধনের কার্যক্রম শুরু করে। গত ১৩ আগষ্ট কাউন্সিলের ২৫তম বৈঠকে তালিকা সংশোধন করা হয়। সম্প্রতি সংশোধিত এ তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সদ্য প্রকাশিত এ গেজেটে নীলফামারী জেলার ৮১০ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নামের তালিকা থেকে ৭৪ জনের নাম বাদ দেয়া হয়েছে। বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে নীলফামারী সদর উপজেলার ৮, ডোমার উপজেলার ৮, জলঢাকা উপজেলার ৪, কিশোরগঞ্জ উপজেলার ২, ডিমলা উপজেলার ৫০ ও সৈয়দপুর উপজেলার ২ জন মুক্তিযোদ্ধার নাম। নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ফজলুল হক নাম বাদ পড়ার সত্যতা নিশ্চিত করে জানান, সদ্য প্রকাশিত গেজেট মুক্তিযোদ্ধাদের সর্বশেষ গেজেট।

অনলাইন আপডেট

আর্কাইভ