ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

নেইমারকে নিয়ে চিন্তিত নয় জার্মানি: কোচ

স্পোর্টস ডেস্ক: নেইমারকে রোখা নিয়ে চিন্তিত নন জার্মানির কোচ হোস্ট হুবেশ। অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিলকেই বরং জার্মানিকে থামানো নিয়ে ভাবতে হুমকি দিয়েছেন তিনি।

রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত আড়াইটায় অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি।

প্রতিযোগিতার শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে জার্মানি। প্রতিপক্ষের জালে এ পর্যন্ত ২১টি গোল করে তারা।

অন্যদিকে শুরুটা ভালো করতে না পারলেও সেমি-ফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিযেছে ব্রাজিল। দলের সেরা তারকা নেইমারও ফিরেছেন স্বরূপে।

ব্রাজিল অধিনায়ককে কিভাবে সামলানো হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার জার্মান কোচ বলেন, “আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, নেইমারের বিপক্ষে নয়। আমাদের ফরোয়ার্ডরা ২১টি গোল করেছে; তাই প্রশ্নটা হচ্ছে, ব্রাজিল আমাদের কিভাবে থামাবে।”

ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলার ধরনে কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়ে দেন হোস্ট।

“আমরা কোনোকিছু বদলাবো না। আমরা ভালোভাবে সামনে এগিয়ে চলা একটি দল এবং আমরা ঠিক একইভাবে খেলব।”

অনলাইন আপডেট

আর্কাইভ