শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শুটিংয়ে বাংলাদেশের একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জয়

স্পোর্টস রিপোর্টার : এসএ গেমস শুটিংয়ে গতকাল একটি রৌপ্য আর একটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। তবে দুটি হ্নর্ণই জিতেছে ভারত। ৫০ মিটার রাইফেলে দলীয়ভাবে দেশকে রৌপ্য এনে দেন সাবরিনা সুলতানা, তৃপ্তি দত্ত ও শারমিন শিল্পা। ৫০ মিটার রাইফেলে ব্যক্তিগত ইভে‡ বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেন সাবরিনা সুলতানা। এই ইভে‡ হ্নর্ণ জয় করে ভারতের টি এম মুলে। ৫০ মিটার রাইফেলে মহিলা দলগত ইভে‡ ভারত মোট ১৬৮৭ স্কোর গড়ে হ্নর্ণ, বাংলাদেশ ১৬৬৯ স্কোর গড়ে রৌপ্য আর শ্রীলংকা ১৬৫৪ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক জয় করে। ৫০ মিটার রাইফেলে ব্যক্তিগত ইভে‡ ভারতের টি এম মুলে ৫৬৮ স্কোর গড়ে হ্নর্ণ, একই দেশের হেমা কাতরি ৫৬৪ স্কোর গড়ে রৌপ্য আর বাংলাদেশের সাবরিনা সুলতানা ৫৬৪ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক জয় করে। দুজনের স্কোর সমান হলে ৫ বুলটার শুটে রৌপ্য পায় ভারতের হেমা।

অনলাইন আপডেট

আর্কাইভ