শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কুষ্টিয়াতে তৃণমুল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬ শেষ হয়েছে গত সোমবার। বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম জিমন্যাশিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার স্বনামধন্য ক্রীড়াবিদ ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ফটিক দত্ত। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে বাছাই করা ১০ জন বালক ও ১০ জন বালিকা মোট ২০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, বাছাই পর্বে শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করেছিল। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ মাসুদুর রহমান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ