বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

শাহজাদপুরে আত্মহত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভারে বৃদ্ধি পাচ্ছে।বছরে গড়ে ২০ জন আত্মহত্যা করছে এ উপজেলায়। আত্মহত্যাকারীদের মধ্যে সিংহভাগই নারী। এর পিছনে অনুসন্ধান করে জানা যায়, বাল্য বিবাহ, পরকীয়া প্রেম, যৌতুকের জন্য চাপ,স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনই মূল কারণ। উপজেলার বিভিন্ন গ্রামে আত্মহত্যার ঘটনায় সরে জমিনে উপস্থিত হয়ে শোনা গেছে এসব চাঞ্চল্যকার তথ্য। বাবা মা অল্প বয়সে অপছন্দের পাত্রের সাথে বিয়ে দেয়া, বিয়ের পরে স্বামী, শশুর-শাশুড়ীর সাথে খাপ না খাওয়া, কিম্বা নিজের বিবাহ-পূর্ব প্রেমের টান, কিম্বা স্বামীর পরকীয়া প্রেম, বিয়ের পরে স্বামী বা শশুরের জন্য যৌতুকের পাওনা টাকার চাপ, কিম্বা নতুন করে টাকা পয়সার চাপ, বেশির ভাগ নারীদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে। কোন সচেতনতা কিম্বা উদ্যোগ রোধ করতে পারছে না আত্মহত্যার মত ঘটনাকে। সন্তান ও  সোনার সংসার ছেড়ে নিষ্ঠুরতার মত মূল্যবান জীবনকে টুটিচেপে হত্যা করে ছেলেমেয়েকে এতিম করছে। তাই এটা একটা সামাজিক অভিশাপ ও অপরাধে পরিণত হয়েছে। আবার কোথাও কোথাও স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন গৃহবধূকে মেরে আত্মহত্যা হিসেবে চাপিয়ে দিচ্ছে। ক্রমাগত হিংসাত্মক হয়ে উঠেছে পরিবারের সদস্যরা। পারিবারিক ও আত্মার বন্ধন ভুলে পরমাত্মীয়রাই হয়ে উঠেছেন হিংস্র। কখনো পরকীয়া, কখনো অর্থনৈতিক লেন-দেন কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে যত সব পারিবারিক অপরাধ। এমনকী পরিবারিক কলহের জের ধরে খুন ও আত্মহত্যার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।

অনলাইন আপডেট

আর্কাইভ