ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

নবেম্বর মাসে কেন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়?

অনলাইন ডেস্ক: বিশ্বের মহাপরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহটা একটু বেশিই কারণ গোটা দুনিয়ার প্রভাব পড়ে এই নির্বাচেন। চার বছর অন্তর অন্তর নভেম্বর মাসের মঙ্গলবার আলোচিত এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় কিন্তু কেন প্রতিবছরই এই নির্বাচন মঙ্গলবারে হয়?

বিশ্বের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ভোটারদের ভোট দেয়ার হার সবচেয়ে কম ব্যস্ততার কারণে এক-চতুর্থাংশের বেশি ভোটার ভোটকেন্দ্রে যান না
গণতান্ত্রিক ব্যবস্থার শুরুর দিকে ছুটির দিনে নির্বাচনের আয়োজন করেও ভোট কেন্দ্রে ভেড়ানো যায়নি ভোটারদের তার ওপর যুক্তরাষ্ট্র ছিল কৃষি প্রধান দেশ তাই সকল আমেরিকান ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি উপযুক্ত সময় খুঁজতে লাগল মার্কিন কংগ্রেস
সময়টাতে ঘোড়ায় টানা গাড়িতে করে ভোটকেন্দ্রে পৌঁছাতে দিন সময় লাগত কৃষকদের ভোটের পেছনে আরও একদিন ভোট শেষে বাড়ি ফিরতে আরও একদিন
শনিবার ছিল ফসলের মাঠে কাজের দিন রোববার চলে যেত ধর্মীয় অনুষ্ঠান পালনে বুধবার ছিল বাজারের দিন তাই ১৮৪৫ সালে মঙ্গলবারকে ভোটের উপযুক্ত দিন হিসাবে ধার্য করে কংগ্রেস
তারপরেও প্রশ্ন রয়ে যায় মাস নির্ধারণে সে সময় নবেম্বর মাস পড়তে পড়তে যুক্তরাষ্ট্রে ফসল কাটা শেষ হয়ে যেত নবেম্বর শেষ হতে নামত তীব্র শীত
তবে ভোটের দিন নির্ধারণে আরও একটি বিষয় মাথায় রাখতে হয়েছে কংগ্রেসকে সেটা হল তারিখটি যেন নবেম্বরের ১ম দিন না হয় কারণ দিনটি রোমান ক্যথলিকদের ছুটির দিন
তাই নবেম্বরের ১ম সোমবারের পরের দিনকেই নির্বাচনের জন্য উপযুক্ত সময় হিসেবে অনুমোদন দেয় কংগ্রেস

অনলাইন আপডেট

আর্কাইভ