শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

স্বর্ণ ব্যবসা প্রসারে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি

দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের ব্যবসা প্রসারের লক্ষ্যে সরকারের কাছে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি জানিয়েছেন। সেই সাথে দেশের সম্ভাবনাময় এই শিল্পখাত উন্নয়নে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় আনার দাবি জানানো হয়। সম্প্রতি রাজধানীর পুলিশ কনভেনশন হলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা জানান। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদ্য সভাপতি বাবু গঙ্গা চরণ মালাকারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ.টি ইমাম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহ্মদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এইচটি ইমাম বলেন, বাংলাদেশে স্বর্ণ ব্যবসা একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্পখাত। এই শিল্পখাত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। সেই সাথে স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশে গোল্ড ব্যাংক স্থাপনে সরকারে কাছে বিশেষ অনুরোধ করবেন বলে আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ