শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শ্রীপুরে ছাত্রলীগ নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আল আমিন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরশহরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আ’লীগ নেতা নুরুন্নবী আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুর রহমান শফিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, স্থানীয় এমপি’র পি.এস জাহাঙ্গীর আলম সিরাজী, উপজেলা কৃষকলীগের সভাপতি কবির ভুইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির প্রমুখ। বক্তারা অবিলম্বে আল আমিন হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মার্চ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের দুটি পক্ষের মধ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে  ধাওয়া, পাল্টা ধাওয়া, মারামারির ঘটনার সময় আলামিন মারা যায়। এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশ ও গাজীপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন হত্যার ঘটনায় তদন্ত চলছে, কয়েক আসামীকে ঘটনার সাথে জড়িত না থাকায় অব্যাহতি দেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ