শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০১৯ বিশ্বকাপে ইতি টানবেন ধোনি

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের জন্য দল গঠনের প্রস্তুতি চলছে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ওডিআই ক্যারিয়ারের ইতি টানতে পারেন। তবে ভারতের বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারই ধোনিকে ২০১৯ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখতে চান। একটি সূত্রের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ বলছে, এখনো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন না ৩৫ বছর বয়সী ধোনি। এর আগে ২০১৬ সাল শেষে নিজের ফর্ম ও ফিটনেস বিবেচনার ইচ্ছা করেছিলেন। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ জয়ের প্রভাবে এখনই ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রাখছেন ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ধোনি। সতীর্থ অভিজ্ঞ পেসার আশিষ নেহরার পূর্ণ সমর্থনই পাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। ধোনির ২০১৯ বিশ্বকাপে খেলার ব্যাপারে কোনো সংশয়ই দেখছেন না নেহরা। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে নেহরা বলেন, ‘এখন ২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবার সময় এসেছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ