মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

লালমনিরহাটের মাটি চা চাষের ঘাঁটি

লালমনিরহাট সংবাদদাতা : বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান এনডিসি, পিএসসি মেজর জেনারেল শাফিনুল ইসলাম বলেছেন লালমনিরহাটের মাটি চা চাষের ঘাঁটি। তাই তিনি সকলকে চা চাষে আগ্রহী হতে পরামর্শ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই এলাকার কারখানা ও চা বাগান পরিদর্শন শেষে চা আবাদকারীগণের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দিয়েছেন। সোমা এন্ড সোম টি প্রসেসিং ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চা বোর্ডের লালমনিরহাট জেলা প্রকল্প পরিচালক আরিফ খান। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম আহাদ আলী ও আমিনুর রহমান প্রমুখ।
আয়কর মেলার উদ্বোধন
বুধবার সকাল ১০টায় লালমনিরহাটের জেলা পরিষদ অডিটরিয়ামে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। সহকারী কমিশনার কর অঞ্চল-১৫ মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মমিনুল হক, পৌর মেয়র মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু ও চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ বাবু প্রমুখ। ৭ দিনব্যাপী আয়কর মেলা ২০১৬ অডিটরিয়াম মাঠে প্রতিদিনেই চলবে। এ সময় প্রধান অতিথি মেলার উদ্বোধনী ঘোষণা করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ