মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

মাধবদীতে বিল্ডিং কোড মানা হচ্ছেনা ॥ ভবন ধসের আশঙ্কা বেড়েই চলেছে

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : মাধবদীতে বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেয়া প্লান অনুযায়ী বহুতল বিল্ডিং নির্মাণের ফলে ভবন ধ্বসের ঝুঁকিতে রয়েছে বহু গুরুত্বপূর্ণ সরকারি/বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারীরা। বর্তমানে মাধবদীতে ১২তলা বিশিষ্ট অনেক বিল্ডিং বাণ্যিজিকভাবে ব্যবহৃত হচ্ছে। যে গুলোর অধিকাংশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেয়া প্লানে করা হয়েছে। মাধবদী পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক সাইনবোর্ড ঝুলছে। তারা হাইফাই অফিস নিয়ে ডিজাইন করছে বহুতল ভবনের। অথচ বিল্ডিং কোড এবং টেকসই বিল্ডিং নির্মাণের নীতিমালা অনুযায়ী কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিল্ডিং নির্মাণের প্লান কিংবা নকশা দিয়ে বিল্ডিং নির্মাণ করা যায়না। এ ব্যাপারে মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলার সময় তিনি জানান, প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিং ফার্মে দু’জন বিএসসি ইঞ্জিনিয়ার প্লান (নকশা) তৈরি করবেন এবং সার্বক্ষণিক তদারকি করবেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোন প্লান তৈরি বা সরবরাহ করতে পারেন না। কিন্তু মাধবদীর কোন ইঞ্জিয়ারিং ফার্মেই বি এস সি ইঞ্জিনিয়ারের উপস্থিতি খুঁজে পাওয়া যায়না। সব ক’টাতেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একক ভাবে অফিস নিয়ে মন খুশি মতো যা ইচ্ছে তাই প্লান দিয়ে যাচ্ছে। আর তাদের প্লানেই তৈরি হচ্ছে মাধবদীতে বহুতল ভবন। ফলে ক্রমশই ভবন ধ্বসের ঝুঁকি বেড়েই চলেছে আশঙ্কাজনক হারে। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানাযায় প্রত্যেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতারণার আশ্রয় নিয়ে দু’জন বি এস সি ইঞ্জিনিয়ারের সার্টিফিকেটের ফটোকপি করে সংগ্রহে রাখেন। কেউ চাইলে তা দেখান। কিন্তু তাদেরকে ফোন করলে তারা উক্ত ইঞ্জিনিয়ার ফার্ম সম্পর্কে কিছুই জানেনা বলে জানান। এ ব্যাপারে ভবন ধ্বসের মতো দুর্ঘটনা এড়াতে এসব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপারে ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ