শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বেহাল দশা দূর করার কেউ নেই!

রাজশাহী : সোনামসজিদ স্থলবন্দরগামী চাঁপাই-রাজশাহী মহাসড়কের বেহাল দশা অব্যাহত -সংগ্রাম

রাজশাহী অফিস : সোনামসজিদ স্থলবন্দরগামী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বেহাল দশা অব্যাহত রয়েছে। এই অবস্থার নিরাময়ে যেন কারো কোন দায়িত্ব নেই। সড়কের অধিকাংশ এলাকাজুড়ে খানাখন্দে ভরা। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থললবন্দরে যাতায়াতের একমাত্র পথ। 

অভিযোগে প্রকাশ, নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে বছর ঘুরতে না ঘুরতেই রাজশাহী-চাঁপাই মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজও হয়নি, ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে গোদাগাড়ী পর্যন্ত সড়কটির ১৭ কিলোমিটার জায়গা দেড় বছর ধরে খানা-খন্দে ভরে আছে। ফলে যন্ত্রাংশ ভাঙে, দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের সংখ্যা বাড়ে, খাদে গাড়ি পড়ে ও পণ্য সামগ্রী নষ্ট হয়ে লাখ লাখ টাকার ক্ষতি গুনতে হয়। গড়ে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার গাড়ি চলে এই ব্যস্ততম সড়কে। আর দুর্ভোগের শিকার শুধু পণ্যবাহী যানবাহনই নয়, যাত্রীবাহী এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। ফলে মূল্যবান সময় নষ্ট হয়, গতি হারিয়ে মুমূর্ষু রোগীর বিপদ ঘনিয়ে আসে। এসব নিয়ে ছবিসহ খবর ছাপা হয়, লেখালেখি হয়। কিন্তু এসব দেখার যেন কেউ নেই।  সড়ক কর্তৃপক্ষ এর মেরামতের কথা বলে আসছে বরাবর। কিন্তু কাজ হওযার কোন লক্ষণ নেই। ফলে এই সড়ক-মহাসড়কের বেহাল দশা কবে কাটবে কেউ জানে না।

অনলাইন আপডেট

আর্কাইভ