শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সাইবার হামলা ঠেকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬ নবেম্বর এনবিসি নিউজ : মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ক্রিটিক্যাল ব্যবস্থাপনায় রাশিয়া, চীন বা অন্য কোনও রাষ্ট্র সাইবার হামলা চালালে তার জবাব দেবে তারা। মার্কিন সেনাবাহিনীর হ্যাকাররা প্রধান প্রধান শহরগুলোর ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিতে সক্ষম বলেও জানিয়েছেন তারা।
এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের কাছে দাবি করেন, সেনাবাহিনীর হ্যাকাররা গোপন সাইবার অস্ত্রের মাধ্যমে রাশিয়ার বিদ্যুৎ ব্যবস্থা, টেলি-যোগাযোগ ব্যবস্থা এবং ক্রেমলিনের সাইবার ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে।  সংরক্ষিত নথি আর ওই গোয়েন্দা কর্মকর্তার দেয়া তথ্যর বরাত দিয়ে এনবিসি নিউজ দাবি করে, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য সাইবার হামলা চালাতে পারে।মার্কিন কর্মকর্তারা আগে থেকেই বলে আসছেন, রাশিয়া আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। তবে সে দেশের গোয়েন্দারা মনে করেন যে, যুক্তরাষ্ট্রের অতি-গোপনীয় ব্যবস্থাপনায় রাশিয়া হামলা চালাবে না। কারণ, তেমন কিছু হলে যুক্তরাষ্ট্র সেটাকে যুদ্ধ বলেই মনে করবে। তবে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ওই গোয়েন্দা কর্মকর্তা হুঁশিয়ার করেন, তারা যে কোনও ধরনের সাইবার হামলা চালাতে গেলেই মার্কিন সরকারি হ্যাকাররাও সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। শুক্রবার ‘গুসিফার ২.০’ নামে এক রুশ হ্যাকারগোষ্ঠী এক টুইটার বার্তায় হুমকি দিয়েছে, তারা ‘মার্কিন ব্যবস্থার ভেতর থেকেই’ নির্বাচন পর্যবেক্ষণ করবে। মার্কিন কর্মকর্তাদের দাবি ‘গুসিফার ২.০’ হ্যাকারগোষ্ঠীর ভূমিকা রাশিয়ার গোয়েন্দা কর্মকা-েরই অংশ। এর আগে মার্কিন কর্মকর্তারা এনবিসিকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বড় মাপের সাইবার হামলার শিকার হলেই কেবল তারা সাইবার অস্ত্র ব্যবহার করবে। কর্মকর্তাদের দাবি, বিশ্বের সবচেয়ে উন্নত সাইবার প্রযুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে।

অনলাইন আপডেট

আর্কাইভ