শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মহেশখালীতে বনবিভাগে জনবল ও অস্ত্রের সংকট

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা: মহেশখালীতে বনবিভাগে জনবল ও অস্ত্রের সংকট হওয়াতে অফিস চালাতে স্টাফদের হিমশিম খেতে হচ্ছে। অফিস সুত্রে জানাগেছে, ১২ নং পাহাড়ী মৌজা ১৮,৩০০ একর নিয়ন্ত্রণে ৫ বিট অফিস-মুদিরছড়া, কেরুনতলী, দীনেশপুর, শাপলাপুর ও কালারমারছড়া বিট রয়েছে। নিয়োজিত স্টাফেরা ঠিকঠাক মত অফিস চালাতে সক্ষম হলে ও আরো পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত স্টাফ ও অত্যাধুনিক অস্ত্র থাকলে আরো সুন্দরভাবে বনবিভাগ ও পরিবেশ রক্ষা করা যেত। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মো. আবুল হাশেম ভূঁইয়া জানান, আমরা মোটামুটি ভাবে অফিস পরিচালনা করছি যদি আরো প্রশিক্ষণপ্রাপ্ত জনবল ও পর্যাপ্ত পরিমাণে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হত তাহলে বনবিভাগ ও পাহাড়কাটাসহ পরিবেশ সুন্দরভাবে রক্ষা করতে সহজ হতো। বিট কর্মকর্তাগণ- বিপ্লব হোসেন, আব্দুল জাব্বার, তোসাদ্দেক হোসেন ও সুমন জানান, জনবল ও অত্যাধুনিক অস্ত্র সংকটের কারণে আমরা আমাদের উপকূলের বিট পরিচালনা করতে নিয়মিত হিমশিম খাচ্ছি।
যদি আমাদের চাহিদা মোতাবেক সবকিছু পূর্ণ করা হতো তখন বিট চালাতে আমাদের সহজ হতো এরপরে ও আমরা জানবাজি রেখে দায়িত্ব পালন করে আসছি। কেননা আমাদের হৃদয়ে একটা জিনিস সব সময় নাড়া দেয় সরকারীভাবে অর্পিত দায়িত্ব পালনে যদি আমরা অবহেলা ও বেঈমানী করে থাকি পরকালে আমরা কি জবাব দেবো।

অনলাইন আপডেট

আর্কাইভ