শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তবুও আশা ছাড়ছেন না মেসি

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের বাকিটা পথ এখনো দীর্ঘ। তবুও এখন থেকেই আর্জেন্টাইন ফুটবল ভক্তদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, ‘প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে তো!’ তাদের হতাশ হতে না করছেন খোদ আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। আর্জেন্টিনা তাকিয়ে যার দিকে, সেই মেসিই সতীর্থদের জানিয়ে দিয়েছেন, ‘তিনি এখনো আশা ছাড়ছেন না।’
কোপা আমেরিকার দুই ফাইনাল আর ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠেও দেশকে শিরোপা পাইয়ে দিতে না পারার কারণে অভিমান করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। পরে অভিমান ভেঙে আবারো ফেরেন আর্জেন্টিনা দলে। দৃঢ় প্রতিজ্ঞ মেসিও মনে-প্রাণে চাইছেন রাশিয়া বিশ্বকাপটা আর্জেন্টিনার ঘরেই নিয়ে যেতে। তবে, বাস্তবতা এখন ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপে অংশ নেওয়াকে যখন শঙ্কায় ফেলছেন ভক্তরা, তখন দলের পাশে, ভক্তদের পাশে আবারো দাঁড়িয়েছেন মেসি। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়হীন থাকল আর্জেন্টিনা। হারতে হয়েছে পর পর দুই ম্যাচে। তবে, আর্জেন্টাইন এই দলপতি এখনও বিশ্বাস করেন, সবকিছু শেষ হয়ে যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ