শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শুক্রবার শুরু টি-২০ কর্পোরেট ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার : আগামী ১৮ নবেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে আল হারামাইন পারফিউমস ষষ্ঠ টি২০ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। উদয়াচল ক্লাব ইকবাল রোডের আয়োজনে এবং এসিমস এর ব্যবস্থাপনায় আয়োজিত এবারের আসরে ২৪টি কর্পোরেট হাউজ অংশ নিচ্ছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৪টি মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ২৪টি দল ৬টি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের সাথে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা আরো চারটি দল নিয়ে শেষ ১৬ অনুষ্ঠিত হবে। নক আউট পর্বের শেষ চারটি দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর ও পরের দিন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে আই ডি এল সি, কনফিডেন্স গ্রুপ, এন আর বি কর্মাশিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আই সি ডি ডি আর বি, স্কয়ার, এনার্জি প্যাক পাওয়ার, নিটোল মটোরস লিঃ, বিক্রয় ডট কম, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, এল এম এরিকসন, বেক্সিমকো টেক্সটাইলস, গ্রামীণ ফোন,আই এফ আই সি ব্যাংক, বে ডেভেলপমেন্ট, ইস্টার্ন ইউনির্ভাসিটি, এডিসন গ্রুপ, রিলাইন্স ইনস্যুরেন্স লিঃ, সি এন আর এস বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, আলিফ গ্রুপ, ওয়ালটন এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। টুর্নামেন্টে সর্বমোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা।

অনলাইন আপডেট

আর্কাইভ