বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মির্জা ফখরুলসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে ॥ অব্যাহতি ১৮ জনের

স্টাফ রিপোর্টার : বাসে পেট্রোলবোমা মেরে পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় হওয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। এছাড়া মির্জা আব্বাসসহ দলটির ১৮ নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা গতকাল বুধবার এ আদেশ দেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল জানিয়েছেন।

ফখরুল ছাড়া অন্য আসামীরা হলেন- রবিউল ইসলাম নয়ন, অনুপ চন্দ্র রায়, আসিফ হক আকন্দ ওরফে টোকাই ঝন্টু, মোহাম্মদ জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম ফিরোজ, আলমগীর হাসান সোহান ও মোশাররফ হোসেন। এদের মধ্যে সাইফুল ইসলাম ফিরোজ, আলমগীর হাসান সোহান ও মোশাররফ হোসেন খান পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আইনজীবী তাপস বলেন, “পলাতক আসামীদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৯ জানুয়ারি প্রতিবেদন দিতে বলেছে আদালত।”

অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মেজর অব. হাফিজউদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম।

তাপস কুমার পাল জানান, ২০১৩ সালের ডিসেম্বরে অবরোধ চলাকালে বাংলামোটর মোড়ে বাসে পেট্রোলবোমা ছোঁড়া হলে তাতে আগুন ধরে যায় এবং ট্রাফিক কনস্টেবল ফেরদৌস খলিল নিহত হন। এ ঘটনায় রমনা থানার এসআই নাজমুল ইসলাম এ মামলা করেন। চলতি বছরের ৪ মে ২৯ জনকে আসামী করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ