বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

বিকেএসপি কাপ আরচারি আজ শুরু

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র আয়োজনে এবং দি ব্লেজার বিডির পৃষ্ঠপোষকতায় আজ বুধবার শুরু হচ্ছে প্রথম “বিকেএসপি কাপ আরচারি চ্যাম্পিয়নশিপ।”বিকেএসপির ১ নম্বর ফুটবল মাঠে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৮টি দল। ৭৯ জন প্রতিযোগী ১০ টি স্বর্ণ পদকের জন্য লড়বেন। প্রতিযোগিতার দলগুলো হচ্ছে- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বিকেএসপি হাই পারফরম্যান্স দল, বর্ডার গার্ড বাংলাদেশ, ঢাকা আর্মি আরচারি ক্লাব, এএসপিটিএস আরচারি ক্লাব, তীরন্দাজ সংসদ, দি ব্লেজার বিডি ও কোয়ান্টাম ফাউন্ডেশন।
প্রতিযোগিতা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিওএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুর রহমান বলেন, ‘আমরা ১৭ ডিসিপ্লিনে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেই। বিকেএসপি হচ্ছে দেশের একমাত্র খেলোয়াড়  তৈরীর কারখানা। সবাই মিলে কাজ করলে আমাদের তৈরি খেলোয়াড় কাজে আসবেন। এক সময় কয়েকটি খেলায় এ প্রতিযোগিতা হতো। এখন আমরা পর্যায়ক্রমে সব খেলার জন্য এ টুর্নামেন্ট আয়োজন করবো। এ বছরই আমরা বাস্কেটবল ও জিমন্যাস্টিক করেছি। সে ধারাবাহিকতায় আরচারির এ টুর্নামেন্ট।’ বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমাদের দেশে আরচারির সূচনাই হয়েছিল বিকেএসপি থেকে। এখন সেই বিকেএসপির সঙ্গে মিলে আমরা টুর্নামেন্ট করছি। আশা করি এর মাধ্যমে তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’ আজ বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

অনলাইন আপডেট

আর্কাইভ