বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : যৌতুকের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর গ্রামে মঙ্গলবার এক গৃহবধূকে পিটিয়ে আহত করে গাঁয়ে আগুন পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আতাউর রহমানের মেয়ে নুসরাত জাহান দোলনের সঙ্গে একই গ্রামের আজীজ মিয়ার ছেলে জিয়াউর রহমানের সাথে চার বৎসর পূর্বে বিয়ে হয়। তাদের তিন বছরের হানজালা নামে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে ওই গৃহবধূকে যৌতুকের জন্য মারধর করত শশুর বাড়ির লোকজন। গত কয়েক দিন পূর্বে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শ্বশুর বাড়ির লোকজন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গতকাল দুপুরে গৃহবধূ দোলনকে তার স্বামী জিয়াউর রহমান, শ্বশুর আজীজ মিয়া, দেবর নিজাম উদ্দীন ও মজিবুর রহমান মিলে ঘরের দরজা জানালা বন্ধ করে পিটিয়ে আহত করে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ