শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জয়ের জন্য ৩৬৯ রানের টার্গেট পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : হ্যামিলটন টেস্টের চতুর্থ দিন শেষ হতেই সতীর্থদের অভিনন্দনে সিক্ত হলেন রস টেলর। কারণ দিনটা নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। বাঁ চোখের সমস্যাকে বুড়ো আঙুল দেখিয়ে উইকেটের দুই দিকেই ব্যাট চালান টেলর, পান ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। তিনি তিন অঙ্ক ছোঁয়ার দুই বল পরই নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের সামনে দাঁড়ায় ৩৬৯ রানে অসম্ভব এক লক্ষ্য। দিন শেষ হওয়ার আগে পাকিস্তান তিনটি ওভার খেলতে পেরেছে, কোনও উইকেট না হারালে মাত্র ১ রান করেছে সামি আসলাম ও আজহার আলির জুটি। বৃষ্টিতে চার সেশন হারায় এই টেস্ট ম্যাচ। তারপরও নিউজিল্যান্ড চমৎকার পারফরম্যান্স করে ২-০ তে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। টম ল্যাথাম (৮০) ও কেন উইলিয়ামসনের (৪২) জুটি ৯৬ রানে ভাঙলে ক্রিজে নামেন টেলর। সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণবন্ত ইনিংস খেলেছেন তিনি। ল্যাথামের সঙ্গে ৫২ ও হেনরি নিকলসকে নিয়ে ৬০ রানের দুটি জুটি গড়েন টেলর। দিন যতই গড়িয়েছে নিউজিল্যান্ডের রানের গতি বেড়েছে ততই। প্রথম সেশনে প্রতি ওভারে ২.৯৪ গড়ে রান করেছে তারা, দ্বিতীয় সেশনে ৩.৫০ ও চা বিরতির পর সেটা বেড়ে দাঁড়ায় ৪.৬৩ রানে। তৃতীয় সেশনের শুরুতে কলিন ডি গ্রান্ডহোমের ২১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস ছিল সবচেয়ে কার্যকরী। ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩১৩ রানে।টেলর ১৩৪ বলে ১৬ চারে ১০২ রানে অপরাজিত ছিলেন। টানা ১১ ইনিংস ধরে কোনও ফিফটি ছিল না তার। এবার ৮২ বলে পাওয়া ফিফটিকে তিনি সেঞ্চুরিতে রূপান্তর করলেন।
সংক্ষিপ্ত স্কোর : চতুর্থ দিন শেষে
নিউজিল্যান্ড : প্রথম ইনিংস- ২৭১ ও দ্বিতীয় ইনিংস- ৩১৩/৫ ডিক্লে; ৮৫.৩ ওভার (টেলর ১০২*, ল্যাথামা ৮০, উইলিয়ামসন ৪২; ইমরান ৩/৭৬)
পাকিস্তান : প্রথম ইনিংস- ২১৬ ও দ্বিতীয় ইনিংস- ১/০; ৩ ওভার (আসলাম ১*, আজহার ০*; সাউদি ০/১)

অনলাইন আপডেট

আর্কাইভ