শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

১০ কেজি’র চাল পাচারকালে নৌকাসহ উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে কালোবাজারে বিক্রির সময় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা  কেজি’র নৌকাসহ সাড়ে ৭ বস্তা চাল আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপি’র বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ছৈলা-আফজালাবাদ ইউপি’র ডিলার মাষ্টার আতাউল গনির চাল বিক্রির নির্ধারিত স্থান বাংলাবাজারে নিয়ে গুদামজাত করেন। এ গুদামে এর আগের কিস্তির আরো ১শ’ বস্তা চাল মজুত রাখা ছিল। এগুদাম থেকে বাংলাবাজার সংলগ্ন বটেরখালে ইঞ্জিন নৌকা দিয়ে কয়েক রাত থেকে চাল পাচার করে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। ঘটনাটি কোনোভাবেই স্থানীয়দের চোখ এড়ায়নি। এতে ঘটনার রাত ১টায় প্রতিদিনের ন্যায় চালের বস্তাগুলো নৌকায় উঠানো শুরু করলে ইউপি’র সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে স্থানীয় লোকজন মালামালসহ নৌকাটি আটক করেন। এ সময় নৌকায় সাড়ে ৭ বস্তা চাল পাওয়া গেলে রাতভর নৌকাসহ মালামাল পাহারা দেন এলাকাবাসী। সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গুদাম তল্লাশি করে পাচারের পর গুদামে সাড়ে ৩৩ বস্তা চাল পাওয়া যায়। এগুলো বানারসীপুর গ্রামের ছাদ মিয়ার জিম্মায় রেখে আসা হয়। উপ-সহকারী কৃষি অফিসার ও ইউনিয়নে সুপারভাইজার জহুর আলী জানান, গত কিস্তির ৩শ’বস্তার মধ্যে ২শ’ বস্তা বিতরণ করে স্বাক্ষর নেয়। কিন্তু এবারে চাল উত্তোলনের ব্যাপারে কোন যোগাযোগ করা হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ