বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মোদির প্রশংসায় কানহাইয়া কুমার

৩ ডিসেম্বর, ইন্টারনেট : জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সংঘের অধ্যক্ষ কানহাইয়া কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের থেকে ‘ভালো’ বলেছেন। কানহাইয়া কুমার মুম্বাইয়ে টাইমস লিটফেস্টে ‘ফ্রম বিহার টু তিহাড়’ নামে আয়োজিত একটি সমষ্টিগত আলোচনায় এটি বলছিলেন।
কানহাইয়া বলেন, অনেক মতভেদ আছে, কিন্তু মোদি ট্রাম্পের থেকে অনেক ভালো। সারা পৃথিবীতে অধিনায়কবাদ ভাবনা বেড়ে চলেছে। আপনি যদি দেখেন আমেরিকা ভোটে যে ধরনের ভাষা ব্যবহার হয়েছে সেটা কখনোই কাম্য নয়। প্রবাসী এবং মহিলাদের বিরুদ্ধে অভূতপূর্ব বয়ান দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কানহাইয়া কুমারের উপর অভিযোগ ছিল জেএনইউ ক্যাম্পাসে তিনি দেশ বিরোধী স্লোগান দিয়েছিলেন। এই কারণে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ছিল। তাঁকে গ্রেফতারও করা হয়। ছাত্র নেতা আফ্রিকা-আমেরিকার নেতা মার্টিন লুথার কিংয়ের উদাহরণ টেনে বলেন, ‘খারাপ লোক চেঁচায় সে শক্তিশালী বলে নয়, ভালো লোক চুপ করে থাকে বলেই এটা হয়।’
জেএনইউ থেকে নিখোঁজ ছাত্র নজিব আহমেদের বিষয়ে কানহাইয়া বলেন, ‘সত্যি বলতে কি সরকার কিছুই করছে না। উল্টো বিষয়টিকে জটিল করছে। এটা হচ্ছে কারণ সেখানে কোনো মজবুত বিরোধী নেই যে জবাবদিহি চাইবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ