বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

হোল্ডিং ট্যাক্সসহ অতিরিক্ত ফি’র প্রতিবাদে রাজশাহীতে অর্ধদিবস হরতালের ডাক

রাজশাহী অফিস : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে আগামী ১১ ডিসেম্বর রোববার নগরীতে হরতাল আহ্বান করেছে  রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। 
গতকাল শনিবার বেলা ১১টায় পরিষদের আয়োজনে সোনাদীঘির মোড়ে সংগঠনটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এতে লিখিত বক্তব্য পাঠ ও সভাপতিত্ব করেন, পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক। তিনি জানান, ‘নগরবাসীর আয়ের সঙ্গে সঙ্গতি না রেখেই সিটি কর্পোরেশন অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগরবাসীর এই দাবি অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিত হোল্ডিং আদায়ে অনড় থাকায় আমরা আন্দোলন জোরদারের সিদ্ধান্ত নিয়েছি। নগরবাসীর চার দফা দাবির সমর্থনে রাসিক এলাকায়  আগামী ১১ ডিসেম্বর রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ হাসান, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সাইদুর রহমান সাইদ, আরডিএ মাকের্ট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, নগর মেস মালিক সমিতির সভাপতি এডভোকেট খোরশেদ আলম, এলিজিবল ইয়ুথ ফর ইলোভিশান-এর সভাপতি গোলাম নবী, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী এডভোকেট মুরাদ মোর্শেদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এডভোকেট হোসেন আলী পেয়ারা, উপদেষ্টা এডভোকেট আনোয়ার হোসেন, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোতাসিম বিল্লাহ, বাংলাদেশ মানবধিকার কমিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান খান, রাজশাহী গড়ো ঐক্য পরিষদের আহ্বায়ক নূরে এলাহী রিজভী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ