শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

টিম হোটেলে আগুন ॥ আহত পাকিস্তানী ক্রিকেটাররা

করাচির হোটেল রিজেন্ট প্লাজায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন নিহতের পাশাপাশি ৪৫ জন আহত হন। যেখানে পাকিস্তানের ঘরোয়া লিগের দল ইউনাইটেড ব্যাংক লিমিটেডের (ইউবিএল) দুই ক্রিকেটারও আহত হয়েছেন। ভয়াবহ আগুন থেকে নিজেদের বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান অলরাউন্ডার ইয়াসিম মুরতাজা। আর হাতের ইনজুরিতে পড়েন ২০ বছর বয়সী লেগ স্পিনার কারামাত আলী। পাকিস্তানের প্রিমিয়ার প্রথমশ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে এবার খেলছে ইউবিএল। অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালে এই হোটেলেই ছিলেন দলের ১০ ক্রিকেটার। এদের মধ্যে আরও ছিলেন দলটির সাবেক টেস্ট ক্রিকেটার উমর আমিন। এ ব্যাপারে ইউবিএল দলের ম্যানেজার নাতিম খান বলেন, ‘হোটেলের চতুর্থ তলায় রাত ৩টা ৩০ মিনিটে ক্রিকেটাররা আগুন ও ধোঁয়া আঁচ করতে পেরে জেগে ওঠে।’ এদিকে স্থানীয় সংবাদমাধ্য থেকে জানা যায়, শহরের সাহারা-ই-ফয়সালের নিকট চার তারকা হোটেলটির নীচ তলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই হোটেলে দেশি ছাড়াও বিদেশি অতিথিরা ছিলেন। তবে আগুন লাগার মূল কারণ জানা যায়নি। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ