শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গফরগাঁয়ে নকল নবীশদের কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গফরগাঁওয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাব-রেজিস্ট্রার অফিসে কলম বিরতি ও কর্মবিরতি এবং বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন গফরগাঁও, পাগলা ও কান্দিপাড়া শাখা। 

গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সকল সাব-রেজিস্ট্রার অফিসের নকল নবিসরা গফরগাঁও সদর সাব-রেজিস্ট্রার অফিসে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। 

পরে এক বছরের বকেয়া আদায় ও আইন মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল নকল নবীসদের চাকরি স্থায়ী করণের দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সুলতান রাজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় কলম বিরতি কালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কান্দিপাড়া শাখার সভাপতি দিপংকর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কল্পনা আক্তার, আবু রায়হান মামুন, জিয়াউল আলম, আনারকলি আয়না, দোলেনা বেগম, শাহিনা সুলতানা, মোছাঃ রিয়া, মেহেরুননেছা শিলা, মাহমুদা আক্তার, তাহমিনা আক্তার, মোছাঃ  কোহিনূর, হালিমা আক্তার, লিপি আক্তার, ইয়াসমিন আক্তার ও নজরুল ইসলাম প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ