শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

দেলদুয়ারে মা ও শিশুর স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা : গর্ভবতী মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনা, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও শিশুদের বিকাশ উন্নয়নে এক কর্মশালা গতকাল বৃহস্পতিপার টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। পার্টনারস ইন হেলথ্ এন্ড ডেভলপমেন্ট এর উদ্যোগে ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সীর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হোসেন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত রশিদ। উক্ত কর্মশালায় ডাক্তার, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, দেলদুয়া প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ