শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছাতকে ইউপি ভবনে সোলার প্যানেল স্থাপন

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকের চরমহল্লা ইউপি ভবনে অবশেষে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এখানে সোলার প্যানেল স্থাপনের কাজ করা হয়। জানা যায়, ২০১৫ সালে ৩ আগস্ট সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়ার নিজেই প্রজেক্ট চেয়ারম্যান হয়ে ১৯ মে.টন চালের টাকা দিয়ে ইউপি ভবনে সোলার প্যানেল স্থাপনের বরাদ্দ আসে। পরে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনী আমেজে বিষয়টি ধামাচাপা পড়ে। এ সুযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা কদর মিয়া কর্তৃক প্রকল্পের বরাদ্ধ আত্মসাতের অভিযোগ উঠলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোলার প্যানেল স্থাপন করেনে। ইউপি সচিব মাসুক মিয়া জানান, সম্প্রতি পরিষদ ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। প্যানেলের সাথে পরিষদের সবকটি কক্ষে সংযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে এব্যাপারে তিনি জানেন না বলে জানান। সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া জানান, সোলার প্যানেল স্থাপনের বরাদ্দ নির্বাচনের আগে হলেও নির্বাচনসহ বিভিন্ন ঝামেলার কারণে স্থাপন কাজ কিছুটা বিলম্ব হয়েছে। তার প্রতিপক্ষ কতিপয় ব্যক্তি এ প্রকল্পের সরকারী টাকা আত্মসাৎ করার কথা এলাকায় প্রচার করে।

অনলাইন আপডেট

আর্কাইভ