শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটকের দাবিতে যুবলীগের মানববন্ধন

নাটোর সংবাদদাতা : নাটোরের যুবলীগ কর্মী রেদওয়ান আহমেদ সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটকের দাবিতে মানববন্ধন করেছে জেলা, সদর থানা ও পৌর যুবলীগ। শনিবার বেলা ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী নাটোর পুরাতন বাসস্ট্যান্ডের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পূর্ব ঘোষিত ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ঘোষিত দু’দিনের কর্মসূচির প্রথম দিনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, ট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ট ভ্যান সমিতির সভাপতি মোঃ মোস্তারুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, পৌর যুবলীগের আহবায়ক সাঈম হোসেন উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটকে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হলেও তারা কোন রহস্যই উদঘাটন করতে পারেননি। এ অবস্থায় তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আগামীকাল রোববার তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এই কর্মসূচির মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। উল্লেখ্য, গত ৩ নবেম্বর নাটোরের তিন যুবলীগ কর্মীকে নাটোর শহরের তোকিয়া বাজার থেকে অপহরণ করা হয়। পরে ৫ নবেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলীবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় মোট ১৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮২৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৮০৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৩ হাজার ৫৪৫ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এনামুল হক, সিভিল সার্জন আজিজুল হক, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ।

অনলাইন আপডেট

আর্কাইভ