বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

হিলারির ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন পুতিন -সাবেক মার্কিন কূটনীতিক

১২ ডিসেম্বর, দ্য হিল/এবিসি/নিউইয়র্ক টাইমস : আমেরিকার নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের মূল কারণ আসলে প্রতিশোধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিলারি ক্লিনটনের উপর এ প্রতিশোধ নেন। গত রোববার রাশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক মাইকেল ম্যাকফল এ কথা বলেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের নির্বাহী ছিলেন।
তিনি বলেন, ‘পুতিন আসলে ট্রাম্পকে বিজয়ী করে হিলারিকে মানসিকভাবে আঘাত করতে চেয়েছিলেন।’
এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ম্যাকফল জানান,  পুতিন মনে করেন ২০১১ সালে তার পার্লামেন্ট নির্বাচনে হিলারিও নাক গলিয়েছিলেন। এটা তিনি সেসময় প্রকাশ্যেই উচ্চারণ করেছিলেন।
সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ’র বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস’র এক প্রতিবেদন জানায়, মার্কিন নির্বাচনে রাশিয়া সাইবার হামলা করে ক্লিনটনের প্রচারণাকে বাধাগ্রস্থ করেছে এবং ট্রাম্পের জন্য সুবিধাজনক অবস্থান তৈরী করে দিয়েছে। ম্যাকফল এও জানান, কেবল হিলারিকে আঘাত দেওয়াই নয়, বরং ট্রাম্পের সঙ্গে অনেক ব্যাপারে মিল থাকায় পুতিন তার পক্ষ নিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমাদের উচিৎ পুরো ঘটনাটির আরও স্বাধীন তদন্ত করা এবং প্রকৃত সত্যকে টেনে বের করে আনা।

অনলাইন আপডেট

আর্কাইভ