শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাপ পর্বে উঠতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : সুপার মখ কাপের নকআউট পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের। মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান টুর্নামেন্টে গ্রুপের তৃতীয় ম্যাচে হেরে যাওয়াতেই পিছিয়ে পড়েছে লাল-সবুজ দলটি। ক্ষুদে ফুটবলাররা ভাল খেললেও জাপানের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারেনি। গতকাল বুধবার গ্রুপের তৃতীয় ম্যাচে জাপানি ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। সেলাঙ্গর টিএসআই স্পোর্টস এরেনায় অনুষ্টিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশের কিশোররা। মিরাজ মোল্লার ভুলের সুযোগ নিয়ে কাউন্টার অ্যাটাকে কাওয়াসাকিকে এগিয়ে দেন ইউমা ইগারি। ১৭ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে দর্শনীয় গোলে ম্যাচে সমতা ফেরান আরিফ হোসেন। সমতা নিয়েই বিরতিতে যায় দল দুটি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ৪০ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে আবারও কাওয়াসাকিকে এগিয়ে নেন ইউমা ইগারি। বাংলাদেশের গোলরক্ষক ইমন হাওলাদারের নৈপুণ্যে জাপানি দলটি আর গোল বাড়াতে পারেনি। যদিও ম্যাচের শেষ দিকে ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের মিরাজ। এই পরাজয়ের মাধ্যমে প্রতিযোগিতার নক-আউট পর্ব থেকেই ছিটকে পড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। ফলে প্লেট পর্বে খেলতে হবে দলটিকে। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ