বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বুদ্ধিজীবীরা জীবন দিয়ে প্রমাণ করেছেন অন্যায়কে কখনো মাথা পেতে নেয়া যায় না -অধ্যাপক মুজিব

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণের উদ্যাগে গতকাল বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার জন্য নিরেপক্ষ মন মানসিকতা নিয়ে ইতিহাস চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার,  মোহাম্মদ উল্লাহ, আজহারুল ইসলাম, লস্কর মোহাম্মদ তসলিম, আবুল হাশেম, এস এম লুৎফর রহমান, এডভোকেট জাকির হোসাইন,  মনির উদ্দিন মনি,  আলমগীর হোসাইন।
জনাব মুজিব বলেন, আজও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, আজও সত্যিকর অর্থে বিচার বিভাগ স্বাধীন হয়নি,  আজও শ্রমিকরা তাদের অধিকার পায়নি, আজও মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না,  আজও সমাজ থেকে অন্যায় দূর হয়নি। বুদ্ধিজীবীরা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন অন্যায়কে কখনো মাথা পেতে নেয়া যায় না। তারা যে কারণে জীবন উৎসর্গ করেছিলেন সেই উদ্দেশ্য আজও বাস্তবায়িত হয়নি। তিনি বুদ্ধিজীবীদের সেই উদ্দেশ্য সমাজে প্রতিষ্ঠিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ