শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

৫০০ গোলের মাইলফলকে রোনালদো

কয়েক দিন আগেই চতুর্থবারের মতো জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সেই সুখস্মৃতি সঙ্গী করেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে গোল করে দারুণ এক মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন পর্তুগিজ এই তারকা। পূর্ণ করেছেন ক্লাব ফুটবলের ৫০০ গোল। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব আমেরিকার বিপক্ষে মাইলফলক গড়া গোলটির দেখা পেতে রোনালদোকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষপর্যায় পর্যন্ত। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে হামেস রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়িয়েছেন রোনালদো। আর প্রথমার্ধে ৪৫ মিনিটের মাথায় রিয়ালের পক্ষে প্রথম গোলটি করেছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে জাপানের ক্লাব কাশিমা আন্টলার্সের বিপক্ষে। সেই ম্যাচ জিতে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারলে মাইলফলক গড়ার উদযাপনটাও ভালোমতো করতে পারবেন রোনালদো। ২০০২ সালে পর্তুগালের ক্লাব স্পোর্টিংয়ের জার্সি গায়ে পেশাদারি ফুটবল জগতে পা রেখেছিলেন রোনালদো। সেখানে ৩১টি ম্যাচ খেলে করেছিলেন পাঁচটি গোল। এরপর পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানইউর জার্সি গায়ে খেলেছেন ২৯২টি ম্যাচ। করেছেন ১১৮টি গোল। নিজের সেরা সময়টা রোনালদো কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদে। ২০০৯ থেকে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৩৬৬টি ম্যাচ খেলে তিনি করেছেন ৩৭৭টি গোল। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ