ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

দারুস সালামের বাসায় স্বামী-স্ত্রী'র লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: ঢাকার দারুস সালাম থানা এলাকার দক্ষিণ বিশিলের এক বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, “দুজনেরই গলায় ওড়না পেঁচানো ছিল। আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

মোতাহার হোসেন (৪০) ও তার স্ত্রী শিউলি বেগম (৩৫) তাদের ছয় বছরের ছেলেকে নিয়ে দক্ষিণ বিশিলের ছয়তলা একটি বাসার নিচ তলায় ভাড়া থাকতেন।

খবর পেয়ে শনিবার রাতে সেখান থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ওসি জানান, মোতাহারের মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল; আর শিউলির মৃতদেহ ছিল বিছানায়।

“ছেলেটি ভালো করে সবকিছু বলতে পারছে না। তবে যেটুকু বলছে, তার মা প্রথমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আর তার বাবা বাইরে থেকে এসে স্ত্রীর লাশ দেখে তা নামিয়ে নিজেও একই ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।”

পরে ছেলেটির কান্নকাটিতে প্রতিবেশীরা এসে লাশ দেখে থানায় খবর দেয় বলে জানান ওসি।

ওই দম্পতি কেন আত্মহত‌্যা করে থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, “যেটুকু জানতে পেরেছি, লোকজন তাদের কাছে টাকা-পয়সা পেত। তবে টাকার পরিমাণ তত বড় নয়। পারিবারিক ঝামেলা থেকেই আবেগতাড়িত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।”

মোতাহার মিরপুর-১ নম্বরে সবজির ব্যবসা করতেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়।

অনলাইন আপডেট

আর্কাইভ