শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিজেএমসিকে হারিয়ে শিরোপা রেসে রইলো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপার্টোর : জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইয়ে এখনো টিকে রইলো চট্টগ্রাম আবাহনী। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-০ গোলে টিম বিজেএমসিকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিলো স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা। ম্যাচ জয়ের নায়ক ছিলেন আবাহনীর ভুটানি ফরোয়ার্ড চেনচো গেয়ালতসেন। তার করা প্রথমার্ধের দুটি গোলই দলকে জয়ের পথে এগিয়ে দেয়। অপর গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিলোনা আবাহনীর। তাই জাতীয় দলের একঝাঁক তারকা সমৃদ্ধ ফুটবলার নিয়ে গড়া দলটির সামনে কোন প্রতিদ্বন্ধীতাই গড়তে পারেনি বিজেএমসি। অবশ্য তাদের সামনে তেমন লক্ষ্য না থাকায় অনেকটা দায়সাড়াভাইে খেলতে দেখা গেছে সার্ভিসেস দলটির ফুটবলারদের।
শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষনভাগের দখল নেয়া মামুনুলদের মাত্র চারমিনিটেই এগিয়ে নেন দলের ভুটান রিক্রুট চেনচো গেয়ালতসেন। সংঘবদ্ধ আক্রমনে রুবেল মিয়ার কাট ব্যাকে চেনচো দলকে এগিয়ে দেন ১-০। ছোট বক্সের ওপর থেকে প্লেসিং শটে তিনি গোলটি করেন। ২০ মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় বিজেএমসির। আব্দুল্লাহ পারভেজের কর্নারে বাইবেক ইসার হেড গোললাইন থেকে ফেরান মামুনুল ইসলাম। একটু পর আব্দুল্লাহর শট ক্রসবারের অল্প একটু ওপর দিয়ে যায়। চট্টগ্রাম আবাহনী ব্যবধান দ্বিগুণ করে নেয় প্রথমার্ধের শেষ দিকে। মোহাম্মদ ইব্রাহিমের নিচু ক্রস বাঁ পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে দেন চেনচো ২-০। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে চট্টগ্রাম আবাহনী। ৬৬ মিনিটে লিগে নিজেদের ত্রয়োদশ জয় অনেকটাই নিশ্চিত করে নেয় তারা। প্রতিপক্ষের ভুল পাস ধরে চেনচোর নেওয়া শট আগুয়ান গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। হিমেলের হাতে লেগে বল উঠে যাওয়ার পর হেড করে স্কোরলাইন ৩-০ করেন মোহাম্মদ ইব্রাহিম। উল্লেখ্য লিগের প্রথম পর্বে এই দুই দলের মোকাবেলায় ৩-১ গোলে জয় পেয়েছিলো চট্টগ্রাম আবাহনী। এই জয়ে চট্টগ্রাম আবাহনী শিরোপা রেসে ঢাকা আবাহনীর নিকটতম অবস্থানে টিকে রইলো। লিগের আর দুটি করে ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবিলের হিসেব অনুযায়ি ঢাকা আবাহনী ৩ পয়েন্ট এগিয়ে রয়েছে। এক্ষেত্রে ঢাকা আবাহনী যদি একটি ম্যাচ হেরে যায়,আর চট্টগ্রাম আবাহনী দুটি ম্যাচেই জয় পায়,তাহলে উভয়ের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে প্লে অফ ম্যাচে শিরোপা নির্ধারন হবে। চট্টগ্রাম আবহনীর পরের ম্যাচ মুক্তিযোদ্ধার বিপক্ষে আর ঢাকা আবাহনী খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। লিগের ২০ খেলা শেষে ঢাকা আবাহনীর ৪৬ পয়েন্ট নিয়ে এককভাবে শির্ষে রয়েছে। নিকটতম অবস্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৪৩ পয়েন্ট। অপরদিকে টিম বিজেএমসির সংগ্রহ ২১ পয়েন্ট।

অনলাইন আপডেট

আর্কাইভ