শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বিজয় দিবস হকি প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার : গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘মার্সেল বিজয় দিবস হকি প্রতযোগিতা।’ বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মো. মোতাহার হাসান। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে বিকেএসপি ১১-০ গোলে হারায় চান্দগাঁও স্পোর্টিং ক্লাবকে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নৌ বাহিনী ১৩-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। আটদিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৬ ডিসেম্বর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এবারের এই মার্সেল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলোর পাশাপাশি বিকেএসপি ও চট্টগ্রামে একটি দল অংশ নিয়েছে। ছয়টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ‘ক’  গ্রুপে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। ‘খ’  গ্রুপে রয়েছে বিকেএসপি, বাংলাদেশ বিমান বাহিনী ও চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম।

অনলাইন আপডেট

আর্কাইভ