শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরা গুগল অ্যাপল ও মাইক্রোসফটে কাজ করতে আগ্রহী

২১ ডিসেম্বর, সিএনএন : পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতোই মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরাও এখন গুগলে কাজ করার জন্য আগ্রহী। ইউনিভার্সাম নামের একটি গবেষণা ও পরামর্শক ফার্ম সম্প্রতি নতুন এক গবেষণায় জানিয়েছে, বর্তমান চাকরির বাজারে গুগাল, মাইক্রোসফট ও অ্যাপেল তরুণদের জন্য খুব আকর্ষণীয় কর্মক্ষেত্র।

ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য অ্যাপেলের চেয়ে প্রিয় স্থান হচ্ছে গুগল। কম্পিউটার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য স্বাভাবিকভাবেই মাইক্রোসফট ও অ্যাপেল বেশি প্রিয়।

ইউনিভার্সামের পরিচালক ক্লদিয়া তাতানেলি বলেছেন যে, এই তিনটি ফার্ম বিশ্বজুড়ে লাখ লাখ  তরুণ কর্মজীবীদের মন কেড়েছে। তারা মনপ্রাণ দিয়ে এখানে কাজ করার জন্য আগ্রহী। এখানে কাজ করার সুযোগ পেলে তারা আরো সৃজনশীল ও আকর্ষণীয় হয়ে ওঠে।

২০১৬ সালে ইউনিভার্সামের গবেষণায় দেখা গেছে, সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, লেবানন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রায় ১৩ হাজার ব্যবসা, ইঞ্জিনিয়ার এবং আইটির শিক্ষার্থী এখানে কর্মরত রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ