বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দ্বিতীয় দিন শেষে ৭৭ রানের লিড পেয়েছে রাজশাহী

বগুড়া অফিস : জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষ সিলেটের চেয়ে ৭৭ রানে এগিয়ে রয়েছে রাজশাহী বিভাগ। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে খেলতে নেমে ২১৯ রানে প্রথম ইনিংস শেষ করেছে সিলেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে রাজশাহী সংগ্রহ করেছে ৯২ রান। 

আগের দিনের ২ উইকেটে ৪৩ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দ্রুত পরপর তিনটি উইকেট খুইয়ে পথ হারিয়ে ফেলে সিলেট। এরপর অধিনায়ক অলোক কাপালী ও রুমান আহম্মেদের ৬৩ রানের জুটি দলকে নতুন করে স্বপ্ন দেখায়। অলোক ব্যক্তিগত ৪০ ও রুমান ৪১ রানে সাজঘরে ফিরলে আবারও থমকে দাঁড়ায় সিলেটের রানের গতি। আবুল হাসান ৫৯ রানের হার নামানা ইনিংস উপহার দিলেও উইকেটের অপর প্রান্তে আর কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেনি। ফলে ২১৯ রানেই থেমে যায় সিলেটের প্রথম ইনিংস। রাজশাহীর ফরহাদ রেজা ৫টি এবং মামুন হোসাইন ৩টি উইকেট লাভ করেন। ১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা রাজশাহী দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৩ উইকেটে ৯২ রান। মাইশুকুর রহমান ৩৮ এবং জুনাইদ সিদ্দিকী করেছেন অপরাজিত ৪২ রান। সিলেটের আবু জায়েদ, আবুল হাসান ও সাহানুর একটি করে উইকেট লাভ করেন। আজ ম্যাচের তৃতীয় দিন।

অনলাইন আপডেট

আর্কাইভ