ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ডিআর কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ নর্থ কিভু প্রদেশে অন্তত ২২ বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।

বেনি থেকে ৫৫ কিলোমিটার (৩৫মাইল) উত্তরে এরিঙ্গেতি শহরে এই হত্যাযজ্ঞ চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

আঞ্চলিক কর্মকর্তা আমিসি কালোন্ডা জানান, বেনিতে একের পর এক হামলায় সাতশ’র বেশি বেসামরিক লোক নিহত হয়। এই হত্যাকা-ের জন্য উগান্ডার বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।

তিনি আরো বলেন, উগান্ডার কট্টরপন্থী মুসলিম নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এলিয়েড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) শহরটিতে শনিবার বিকেলে এ হামলা চালায়।

এডিএফ প্রায় দুই দশক ধরে এই অঞ্চলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

আঞ্চলিক কর্মকর্তা আমিসি কালোন্ডা আরো বলেন, ‘গতকাল তারা ১০ বেসামরিক লোককে হত্যা করে। রোববার গ্রামের আশপাশে আরো ১২টি লাশ পাওয়া গেছে।’

বিগত দুই বছর ধরে বেনির পার্শ্ববর্তী অঞ্চলটিতে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটেছে। এ সময় কয়েকশ’ বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। এদের অধিকাংশকেই নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

যদিও কঙ্গোর কর্মকর্তারা এই হামলার জন্য এডিএফকে দায়ী করেছে। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ এই হামলার পেছনে অন্যান্য গোষ্ঠীগুলো থাকতে পারে বলে মত দিয়েছেন।

বিশেষজ্ঞরা কঙ্গোর সৈন্যদের কেউ কেউ এই হত্যাকা-ে অংশ নিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন।

স্থানীয় একটি নাগরিক গোষ্ঠীর প্রধান টেডি কাটালিকি জানান, এই হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। 

তবে ওই এলাকার একজন ক্যাথলিক পুরোহিত জানান, এই হামলায় ২৭ জন নিহত হয়েছে। 

শহরের সীমান্তবর্তী জঙ্গলে আরো মৃতদেহ পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ