শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ঢাকা আবাহনীর শিরোপা জয় সহজ করল মুক্তিযোদ্ধা

স্পোর্টস রিপোর্টার : জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা রেস থেকে পিছিয়ে গেল চট্টগ্রাম আবাহনী। লিগ শিরোপা জয়ে ঢাকা আবাহনীর সামনে আর কোন প্রতিবন্ধকতা রইলো না। এক ম্যাচ বাকী থাকতেই ঢাকা আবাহনী শিরোপা নিশ্চিত করলো। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধার বিপক্ষে দিনের প্রথম খেলাটি চট্টগ্রাম আবাহনীর জন্য ছিলো গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফলের দিকে লক্ষ্য ছিলো ঢাকা আবাহনী শিবিরের। সন্ধ্যায় উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নামার আগেই স্বস্থি ফিরে আসে ঢাকা আবাহনী শিবিরে। কারণ পয়েন্ট টেবিলের সবচেয়ে নিকটতম অবস্থানে থাকা চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। এই ফলাফলের কারনে শিরোপা জয় ঢাকা আবাহনীর জন্য সহজ হয়ে যায়। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দল উত্তর বারিধারাকে হারিয়ে এক ম্যাচ বাকী থাকতেই শিরোপা নিশ্চিত করলো ধানমন্ডির দলটি।
শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জয়ের প্রয়োজনীয়তা নিয়েই মাঠে নেমেছিলো চট্টগ্রামের দলটি। শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি মামুনুলরা। প্রথার্ধেই আবাহনী ১-০ গোলে এগিয়ে যায়। খেলার ৩১ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলাম গোলটি করেন। আগের মিনিটেই তিনি করেছিলেন একটি ফ্রি-কিক, সেটি পাঞ্চ করে কর্নার করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক মো: নাঈম। ডানপ্রান্তের পতাকা থেকে মামুনুল এবার যে কর্নারটি নেন, সেটি বাঁক খেয়ে আঘাত হানে অপর প্রান্তের পোস্টে। এরপর ঠাঁই নেয় পোস্টের ভেতরে ১-০। বিরতির তিন মিনিট পরই অর্থাৎ ৪৮ মিনিটে মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড জাভেদ খানও সমতা আনেন দর্শনীয় এক ভলিতে। মুক্তিযোদ্ধা ডিফেন্সের একটি ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে বক্সের ওপরে থাকা জাভেদ আর দেরি করেননি। প্রথম ছোঁয়াতেই নেন ডান পায়ের জোরালো ভলি। বল ঠেকানোর কোনও সুযোগই পাননি আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ১-১। চট্টগ্রাম আবাহনীর দুর্ভাগ্য। ৮৭ মিনিটে মামুনুলের কর্নারের পর নাসিরউদ্দিন চৌধুরির প্লেসিং শট ক্রসপোস্টে লেগে ফিরলে হতাশা নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রামের দলটি। লিগের ২১ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী রানার্স-আপ হওয়াটাও নিশ্চিত করেছে। সমানসংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ৩০ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে।

অনলাইন আপডেট

আর্কাইভ