শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পিইসি এবং জেএসসি’তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এবছর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১২২১ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উভয় মাধ্যমে পাসের হার ১০০% এবং জিপিএ ৫ অর্জন করেছে ১১৩৪ জন। অন্যদিকে জেএসসিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১০০৮ জন ছাত্রÑছাত্রী পরীক্ষায় অংশ নেয় এবং উভয় মাধ্যমে পাসের হার ১০০%। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৮৫৩ জন। শুরু থেকেই প্রতিবছর পিইসি এবং জেএসসিতে নিজেদের সেরা ফলাফল ধরে রাখতে সক্ষম হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রেস বিজ্ঞপ্তি।
জেডিসি পরীক্ষায় দারুননাজাত মাদরাসা এবার শীর্ষে
দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথে পরিচালিত পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা জেডিসি পরীক্ষা ২০১৬ এ সর্বোচ্চ সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণœ রেখেছে। এ বছর জেডিসিতে সর্বমোট ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ২২৩ জন, এ পেয়েছে ১০৬ জন, এ - ০১ জন। পাশের হার ১০০%। বিগত পরীক্ষাগুলোতেও এ মাদরাসা শীর্ষ দশে অন্তর্ভুক্ত ছিল। মাদরাসার অধ্যক্ষ জনাব আলহাজ্জ মাও. আ.খ.ম. আবুবকর সিদ্দীক বলেন, “দ্বীনি পরিবেশ, ছাত্রদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি”। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।  প্রেসবিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ