শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিরসরাইয়ে সংখ্যালঘু পরিবারের খড়ের গাঁদা, ধানের স্তুপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাইয়ে দুইটি সংখ্যালঘু পরিবারের খড়ের গাঁদা ও ধানের স্তুপে আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া হিন্দুপাড়ার ডালি বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গোলাপ দে জানান, শুক্রবার রাতে কে বা কারা তার একটি খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দেয়। এরআগের গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে একই গ্রামের কানাইদের বাড়িতে ধানের স্তুপে আগুন ধরিয়ে দিলে সব ধান পুড়ে যায়। স্থানীয় নির্মল কর্মকার জানান, গত এক মাসে মঘাদিয়া হিন্দুপাড়ায় দুর্বৃত্তরা ৪টি খড়ের গাঁদা ও একটি ধানের স্তুপ আগুনে পুড়িয়ে দেয়। এতে করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মো.অলিউল জানান, তারা অগ্নিকান্ডের খবর শুনে এলাকায় পুলিশের একটি টিম পাঠিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ