শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিশুরা

ছাগলনাইয়া সংবাদদাতা : ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত  রবিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব পালন করা হয়। উত্তর যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদুন নবী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বই উৎসব উদ্বোধন করেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শেখ কামাল।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার স্কুলগুলোতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর রহনপুরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
জয়পুরহাট : জয়পুরহাটের ধানমন্ডিতে সিআরডি স্কুলের উদ্যোগে আনন্দ মুখর পরিবেশে জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি ছিলেন  জেলা প্রথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, জেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার আশরাফুল করিব, দিনাজপুর শিক্ষা বোর্ডের (অবঃ) পরিদর্শক অধ্যপক আমিনুল ইসলাম।
জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই বই বিতরণ উৎসবে জেলা প্রশাসক আব্দুর রহিম কোমলমতি শিক্ষার্থীদে হাতে নতুন বই তুলে দেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দীন আল আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, সহকারী প্রধান শিক্ষক রহুল আমীন প্রমুখ।
জয়পুরহাট ক্যাডেট মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জামালগঞ্জ রোডস্থ সওদাগরপাড়া স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ।
জয়পুরহাট বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে জাতীয় পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
লালমনিরহাট : রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার ৫ উপজেলার ১৫৭২টি প্রাথমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি (এনজিও) এবং কেজি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ২০১৭ সালের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনা মুল্যে একযোগে সরকারি বই বিতরণ করা হয়েছে। লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন জানান জেলায় মোট ২লক্ষ ৬৩ হাজার ৫৩০জন শিক্ষার্থীর মাঝে ওই সব নতুন বই নতুন বছরের শুরুতেই সকাল ১০টার দিকে প্রতিটি প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে এক যোগে বিতরণ করা হয়েছে।
সাপাহার (নওগাঁ) : সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ : বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচী এবং দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎযাপন দিবস’ ২০১৭ এর অংশ হিসেবে আল-ফারুক ক্যাডেট মাদ্রাসায় আয়োজিত সমাবেশে বিশিষ্ট শিক্ষাবিদ এবং আড়িয়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফারুক ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ঠ শিক্ষাবিদ শেখ সা-আদ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে কোমলমতি শিশু-কিশোরদের মাঝে নুতন বই বিতরণ করা হয়।
ধামইরহাট (নওগাঁ) : উৎসব মুখর পরিবেশে ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ হয়েছে। ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই আনুষ্ঠানিকভাবে বিতরণ উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দীন।
কালাই (জয়পুরহাট) : সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, এবতেদায়ী মাদ্রাসা ও ইফা গণশিক্ষা কেন্দ্রে গতকাল শনিবার আনুষ্ঠানিক বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফাজ উদ্দিন।
মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে  পেয়েছে নতুন পাঠ্যবই। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করে বিতরণ করা হয় নতুন বই। কোন কোন বিদ্যালয়ে ফুলের মোড়কে বইগুলো সাজিয়ে ছোট ছোট সোনামনিদের হাতে তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে মহা খুশি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। নতুন বই বুকে চেপে উচ্ছসিত শিশুরা বাড়ি ফেরে।
ঝালকাঠি : সারা দেশের ন্যায় ঝালকাঠি জেলা জুড়ে পালিত হয়েছে বই উৎসব। যেন নতুন বই প্রদানের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে বই উৎসবের উদ্বোধন করেন ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের এমপি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সরকারি বালক বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবের উদ্বোধনের পর তিনি  মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন। ইংরেজি নতুন বছরের শুরুতে জেলা শহরসহ ৪ উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ‘নতুন বছর নতুন দিন/নতুন বইয়ে হউক রঙিন’ শ্লোগানে রবিবার (প্রহেলা জানুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। এই বছর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০ হাজার নতুন বই বিতরণ করা হয়।
ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান সরকারের মূলমন্ত্র হিসেবে বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়াকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই বই বিতরণ অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রথমেই উপজেলা পরিষদ সংলগ্ন তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে শুভ উদ্বোধন করেন।
পবা : রাজশাহী জেলার পবা  উপজেলার বশিরাবাদ আলিম মাদ্রাসায় বই উৎসব উৎযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক মাওলানা মো: আরিফুল ইসলাম, মফিজুর রহমান, মাওরানা কোবাদ আলী সহ সকল শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ