শনিবার ৩০ মার্চ ২০২৪
Online Edition

ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসায় শতভাগ পাস

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলে ০৫ নং চরফকিরা অবস্থিত সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসা ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে।
জানা যায়, উপজেলার দক্ষিণাঞ্চলে ০৫নং চরফকিরা ইউনিয়নে অবস্থিত সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসার ৫০জন ছাত্র-ছাত্রী ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫০ জনেই সুনামের সাথে শতভাগ পাশ করে। সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুল হাই জানান, এই এলাকার বেশির ভাগই গরীব ছাত্র-ছাত্রীরা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেন। অনেক সময় অনেকেই সকালের খাবার না খেয়ে পড়ালেখা করার জন্য ক্লাসে হাজির হয়। তাদের বেশির ভাগই ছাত্র-ছাত্রীদের কে শিক্ষকরা জিজ্ঞাসা করে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। যাতে করে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করতে পারে। তিনি আরো জানান প্রতি বছর এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করে আসছে। সরকার যদি আমাদের মাদ্রাসায় উপবৃত্তির ব্যবস্থা করে দেন তাহলে এই এলাকার গরীব ছেলেমেয়েরা পড়ালেখার প্রতি আগ্রহী হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ