শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শৈত্যপ্রবাহে কাহিল নীলফামারীর জনজীবন

নীলফামারী সংবাদদাতা: গত তিন দিন ধরে নীলফামারীতে চলছে শৈত্যপ্রবাহ। সোমবার থেকে শুরু হওয়া ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে জবুথুবু হয়ে পড়েছে এখানকার লোকজন। বিশেষ করে এই কনকনে শীতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষ। তীব্র শীতের কারণে কাজে বের হতে না পারে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে তাদের। অনেকে দিনভর খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সূর্য্যরে মুখ দেখা যায়নি। দুপুর পর্যন্ত কুয়াশার কারণে ভারী যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। অপরদিকে শীত নিবারণ করতে গরম কাপড় সংগ্রহে নিম্ন আয়ের মানুষরা পৌরসভা মাঠের  পুরানো কাপড়ের বাজারে ভিড় করছেন। এদিকে শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। আর এই রোগে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ বয়সীরা। কনকনে শীতে মানুষজনের পাশাপাশি কাবু হয়ে পড়েছে গবাদি পশুরাও।

অনলাইন আপডেট

আর্কাইভ